Top Ad

middle ad
নিষিদ্ধ অ্যাপ TikTok এখন খুললে কী দেখাচ্ছে জানেন?
সরকারের এই সিদ্ধান্তের পর মঙ্গলবার থেকে দেশে টিকটক কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ৷
সীমান্তে উত্তেজনার মধ্যেই চিনকে ডিজিটাল প্রত্যাঘাত ভারতের। টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল মোদি সরকার। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। এই ৫৯টি অ্যাপের মধ্যে বেশ কয়েকটি অ্যাপ খুব জনপ্রিয় ৷

সোমবার চিনা অ্যাপে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারা ব্যবহার করে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপজ্জনক এই চিনা অ্যাপগুলি। লাদাখ সীমান্ত উত্তেজনার মধ্যে সরকারের এই সিদ্ধান্ত চিনের কাছে কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে ৷
সরকারের এই সিদ্ধান্তের পর মঙ্গলবার থেকে দেশে টিকটক কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ৷ পাশাপাশি গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে টিকটক ৷

নিষেধাজ্ঞা জারি করার পর যাদের মোবাইলে টিকটক ছিল সেগুলি কাজ করত ৷ কিন্তু এবার ডেস্কটপ-সহ সমস্ত ডিভাইসে কাজ করা বন্ধ করে দিয়েছে টিকটক অ্যাপ ৷ অ্যাপ ওপেন করলে সামনে চলে আসছে পপ আপ নোটিস, যাতে অ্যাপটি ব্যান করার বিষয়ে জানানো হয়েছে ৷ অ্যাপ ওপেন করলেই Network Error দেখাচ্ছে ৷ নোটিসে জানানো হয়েছে ৫৯ অ্যাপ ব্যান করার সরকারের নির্দেশ পালন করা হচ্ছে ৷

শুধু মোবাইলে নয় এবার ডেস্কটপে ও টিকটক খুললেও ওয়েবসাইট ব্লক দেখাবে ৷ টিকটক ইন্ডিয়ার শীর্ষ আধিকারিক জানিয়েছেন আপাতত ব্যান অর্ডার লাগু করার প্রক্রিয়া চলছে ৷
Similar Videos

0 Comments:

Popular Posts