Top Ad

middle ad

বিশ্বজুড়ে মহামারীর আকার নেবে করোনা ভাইরাস, ইঙ্গিত মিলেছিল অনেক আগেই ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্য

বিশ্বজুড়ে মহামারীর আকার নেবে করোনা ভাইরাস, ইঙ্গিত মিলেছিল অনেক আগেই ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্য

১৯৮১ সালে প্রকাশিত হওয়া অন্য একটি বইয়েও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ইঙ্গিত দেওয়া হয়েছিল।





Did this book predict coronavirus outbreak 12 years ago?
নয়াদিল্লি: ২০০৮ সালে প্রকাশিত হওয়া একটি বই ‘এন্ড অফ ডেজ’-এ ইঙ্গিত দেওয়া হয়েছিল, বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করবে নোভেল করোনা ভাইরাস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বইটির লেখক প্রয়াত সিলভিয়া ব্রাউন। সোশ্যাল মিডিয়ায় বইটির ছবি শেয়ার করেছেন কিম কার্দাশিয়ানও। বইটিতে লেখা রয়েছে, ২০২০ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে ভাইরাস।

বইটি অনুসারে, ‘২০২০ সাল নাগাদ সিভিয়ার নিউমোনিয়ার মতো একটি অসুখ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই রোগে ক্ষতিগ্রস্ত হবে ফুসফুস, শ্বাসনালি। কোনও চলতি চিকিৎসায় এই রোগ সারবে না। এই রোগ যেমন দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে, তেমনই হঠাৎ দূর হয়ে যাবে। ১০ বছর পরে আবার ফিরে আসবে এই রোগ। তারপর এটি চিরতরে উধাও হয়ে যাবে।’
১৯৮১ সালে প্রকাশিত হওয়া অন্য একটি বইয়েও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ইঙ্গিত দেওয়া হয়েছিল। ‘দ্য আইজ অফ ডার্কনেস’ নামে ওই বইটির লেখক ডিন কুন্তজ। তিনি লিখেছিলেন, চিনের উহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ভাইরাস। ঘটনাচক্রে ঠিক সেটাই হয়েছে। ফলে অনেকেই এটা ভেবে অবাক হয়ে যাচ্ছেন, লেখক কীভাবে কয়েক দশক আগেই এই ভাইরাসের কথা জেনে গিয়েছিলেন!
Similar Videos

0 Comments:

Popular Posts

Powered Shiprocket
Powered Shiprocket
Powered Shiprocket
Powered Shiprocket